ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪

কলকাতা হলদিয়ায় সমবায় সমিতির নির্বাচনে পুনরায় লাল পতাকারা বিজয়

গত মঙ্গলবার ৭ই ফেব্রুয়ারী, সকাল  দশটা থেকে শুরু হয়ে যায় হলদিয়া সমবায় সমিতির ভোট,  টান উত্তেজনার মধ্য দিয়ে হলদিয়া বিবি ঘোষ অডিটোরিয়ামে কনজুমার সমবায় নির্বাচন অনুষ্ঠিত হলো,  সমবায়  সমিতির ভোটে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, তৃণমূল সমর্থিত, বিজেপি সমর্থিত ও সিপিএম সমর্থিত প্রার্থীরা ভোটে দাঁড়িয়ে ছিলেন, মোট ভোটের সংখ্যা ছিল ২৫৯১ জন,  সকাল দশটায় ভোট শুরু হলেও, বিকেল চারটেয় ভোট গ্রহণ সমাপ্ত হয়ে যায়।


বন্দরের কনজিউমারস সমবায়ের প্রতিনিধি নির্বাচনের ফলাফল, মোট আসন ৫৪ টি , বাম প্রগতিশীল জোট আসন পায় ৪৮ টি,  তৃণমূল পায় ৬টি , বিজেপি আসন পাননি,  বাম প্রগতিশীল জোট সংখ্যা গরিষ্ঠ আসন পেয়ে জয়লাভ করে,


এই ভোটকে কেন্দ্র করে এবং বাম প্রগতিশীল জোট জয় লাভ করায় , কলকাতা পোর্ট ট্রাস্টের ডেপুটি জেনারেল সেক্রেটারী বিমান মিস্ত্রী এবং রাজ্য বিএমএস এর সভাপতি প্রদীপ বিজলি ও তৃণমূল নেতা শিবনাথ সরকারের বিভিন্ন মতামত উঠে আসে বক্তব্যের মধ্য দিয়ে। 

ads

Our Facebook Page